ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিয়মরক্ষার শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক
🕐 ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

নিয়মরক্ষার শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ চলে গেছে স্বাগতিক ভারতের পকেটে। বাংলাদেশ শিবিরও যেন হাল ছেড়ে দিয়েছে। নিয়মরক্ষার শেষ ম্যাচের আগে সবকিছু মনে হলো খাপছাড়া। অবশ্য জয়ের আশা যেখানে খোদ গুরু তথা কোচরাই করেন না সেখানে শিষ্যরা কেন করবেন! তবে হার-জিত যাই হোক এটি মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ হিসেবেই দৃশ্যপট অঙ্কিত করবে।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। হায়দরাবাদে ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। জাকের আলীর জায়গায় অফস্পিনার মেহেদী হাসানকেও দেখা যেতে পারে একাদশে। এছাড়া আজই অভিষেক হয়ে যেতে পারে রাকিবুলের। এছাড়া একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই।

এদিকে দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে নতুনদের সুযোগ দিতে পারে ভারত। গতকাল সংবাদ সম্মেলনে ভারতের সহকারী রায়ান টেন ডেসকাট কোচ ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে তরুণ পেসার হারশিত রানার। কিন্তু ২২ বছর বয়সী এ তরুণ পেসারকে জায়গা দিতে একাদশে জায়গা হারাবেন কে, এ নিয়ে কোনো উত্তর দেননি ডেসকাট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper