ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে এডিএম ও ইউএনও

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
🕐 ১১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

কিশোরগঞ্জে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে এডিএম ও ইউএনও

 

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে কিশোরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সাইদুল ইসলাম।

আজ শনিবার (১২ অক্টোবর) রাতে তিনি কিশোরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, আমরা বছরের পর বছর সকল ধর্মাবলম্বীরা সম্প্রতির বন্ধনে বসবাস করে আসছি এবং ধর্মীয় উৎসব গুলো কাঁধে কাঁধ মিলে উৎসবমুখর পরিবেশে পালন করে আসছি। এ বছরও সম্প্রীতির বন্ধনে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে।

এছাড়া তিনি আনন্দ উল্লাসে মূখরিত পূজা মন্ডপে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছাসহ প্রতিমা বিসর্জন পর্যন্ত সহযোগিতার আহ্বান জানান।

পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কিশোরগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি অনিতা রানী মহন্ত প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন মনিটরিং কমিটির সদস্য, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ উপজেলায় ১২০ টি পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন চলছে। আগামীকাল রবিবার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্ডপে মন্ডপে পুলিশ, আনসার সদস্য, স্বেচ্ছাসেবক টিম রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিমের টহল অব্যাহত রয়েছে।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper