ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

রাজধানীতে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নাম-পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম মাসুম বিল্লাহ ফারদিন।

গতকাল শনিবার উত্তরার ৫নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খাদিজা ইসলাম রীম নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘সংগীত শিল্পী, অভিনেতা, রাজনৈতিক দলের নেতা, ডেভলপার কোম্পানির ডিরেক্টর, ট্যুরিজম কোম্পানির ডিরেক্টর, আইন ও শালিশ কেন্দ্রের পরিচালক, বিপিএল কিক্রেট টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ নানা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতারণার ফাঁদ পেতে অসংখ্য মানুষকে নিঃস্ব করেছেন মাসুম বিল্লাল ফারদিন। টেলিভিশনের টক শোতে উপস্থিতি ও জনপ্রিয় তারকাদের সঙ্গে ছবি তুলে তা প্রচার করে নারীদের ফাঁদে ফেলতেন তিনি।’

তিনি আরো বলেন, গত বছর মাসুম বিল্লাল ফারদিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই ধরনের অপরাধে জড়িত হন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলার থাকার তথ্য পাওয়া গেছে।

কেকে/এজে

 
Electronic Paper