ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবাবদিহিতা নেই বলে দেশে লুটপাট হয়েছে: ব্যারিস্টার খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

জবাবদিহিতা নেই বলে দেশে লুটপাট হয়েছে: ব্যারিস্টার খোকন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গতকাল শনিবার রাতে পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সাংসদ, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাটখিল উপজেলার জনগণ শিক্ষিত এবং প্রবাসী অঞ্চল। এখানকার মানুষ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান কোন ভেদাভেদ দেখতে পাইনি। আমরা সবাই একে অপরের পরিপূরক। আমরা সবাই ভাই ভাই।

এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির আহবায়ক শামছুল আরিফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের সভাপতি উত্তম কুমার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইালাম, পরকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, ইয়াসিন আরাফাত মিলন ও মিজানুর রহমান রতন।

কেকে/এজে

 
Electronic Paper