ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪ | ১৫ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধুসহ শ্বশুরের মৃত্যু

নাটোর প্রতিনিধি
🕐 ৬:০৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধুসহ শ্বশুরের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাটোর্ধ আক্কাস আলী ফকির ও তার পুত্রবধু লাকি বেগম (৩৫) মারা গেছেন। বুধবার (২৬ জুন) সকাল সাতটার দিকে উপজেলার ছোট চৌগ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত লাকি বেগম একই এলাকার মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ছোট চৌগ্রামের মৎস্য চাষী হামিদুল ইসলাম তার বাড়ী থেকে মানুষ চলাচলের রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে এ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে পানি সেচের জন্য বিদ্যুতের লাইন টেনে নিয়ে যান। আজ সকালে লাকি বেগম দৈনন্দিন কাজের সময় বৈদ্যুতিক লাইনটির সংস্পর্শে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি লাকির শ্বশুর আক্কাস দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দেবার চেষ্টা করে। এসময় সেই তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে মেইন সুইচ অফ করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 
Electronic Paper