ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ১১:১১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় একশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপরে হামলা-মারপিটের ঘটনায় শহরের ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বাদী হয়ে এই মামলা করেন। এ পর্যন্ত ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (১৬ জুলাই) সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করার সময় কোটা আন্দোলনকারীরা কয়েক দফা হামলা চালিয়ে ৪ পুলিশ কর্মকর্তাকে আহত করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, মামলায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ ১৭ জনের নাম উল্লেখ ও ৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাস্থল থেকে আটক ৪ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সারাদেশে ৬ জনের মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে।

 
Electronic Paper