ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাজিপুরে জোর করে জমি দখলের অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

কাজিপুরে জোর করে জমি দখলের অভিযোগ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের আ. কাদের আকন্দের ছেলে কামরুল হাসান (৫০) ও তার ভাইদের পৈত্রিক জমি গাড়াবেড় মৌজার জেএল নং-৫ আরএস খতিয়ান নং-১১৩৫ দাগ নং-২৮৪৮ এর ৪ শতাংশ এবং আরএস -৬৬৬ খতিয়ানের -২৮৪৭ দাগের ২ শত জমি জবরদখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত ছিফাত আলীর ছেলে আব্দুস সোবহান (৬৫) গংদের বিরুদ্ধে।

কাজিপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল ইসলাম ও তার সহোদর চার ভাইয়ের এজমালি ও ক্রয়সূত্রে ভোগদখলকৃত জমিতে গত ১৯ জুন ২০২৪ তারিখে জোরপূর্বক সিমেন্টের খুঁটি স্থাপন করে। এরপর এই খুঁটি উঠাইতে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা করে জিনিসপত্র ভাঙচুর করে।

অভিযোগকারী জানান, আমরা নিরীহ মানুষ, জমির সীমানা বিরোধ মিমাংসার জন্য গ্রামের মুরুব্বিগণের দ্বারস্থ হয়েছি, সুরাহা পাইনি। থানায় অভিযোগ দিয়েও সুফল পাইনি।

এদিকে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন।

এবিষয়ে বিবাদী আ. সোবহানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তার মন্তব্য পাওয়া যায় নাই।

 
Electronic Paper