ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রকাশ্যে গুলি করা সেই যুবলীগ নেতা গ্রেফতার

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ০৬, ২০২৪

প্রকাশ্যে গুলি করা সেই যুবলীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরের এস এস রোডে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করে ভিডিও ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রবিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দফতরের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু মুছা ওরফে কিলার মুছা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ারের ছেলে। তিনি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর অস্ত্রধারী প্রধান ক্যাডার ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি আবু মুছা ওরফে কিলার মুছা বিগত সময়ে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

এছাড়াও ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও সে স্বীকার করে। যার ভিডিও ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। ৪ আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে পৃথক সংঘর্ষ চলাকালে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে হত্যা করা হয়। এসকল ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৩টি হত্যা মামলা হয়েছে। গ্রেফতার মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ২ মাস যাবৎ গ্রেফতার এড়াতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। কক্সবাজার থেকে সুযোগ বুঝে সে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 
Electronic Paper