ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০২৪

সুন্দরগঞ্জে বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে কাওসার আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার আহমেদ একই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে উপজেলার ৯টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়। এতে বেলকা ইউনিয়নের সবকটি ওয়ার্ডও প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিশু কাওসার বাড়িতে খেলাধুলা করছিলো। এসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির দক্ষিণ পার্শ্বে জমে থাকা বন্যার পানিতে সে ডুবে যায়। পরে শিশু কাওসারকে পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে ডুবে কাওসার আহমেদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জেএস/খোলা কাগজ

 
Electronic Paper