ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাধারণ শিক্ষার্থীদের দখলে রংপুর, উধাও ছাত্রলীগ-যুবলীগ

হাসান আল সাকিব, রংপুর
🕐 ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

সাধারণ শিক্ষার্থীদের দখলে রংপুর, উধাও ছাত্রলীগ-যুবলীগ

রংপুরে কোটা আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের পর থমথমে অবস্থা বিরাজ করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকাসহ শিক্ষা অফিসের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে সংঘর্ষের পর গা ঢাকা দিয়েছে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে শহরের খামার মোড় থেকে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে এসে অবস্থান নেয়।

এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশ এবং ছাত্রলীগকে ধাওয়া করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে আবু সাঈদ নামে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের এক শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আবু সাঈদের লাশ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে চাইলে মাঝপথ থেকে লাশ নিয়ে যায় পুলিশ।

আন্দোলনকারী শিক্ষার্থী শামসুর রহমান বলেন, আবু সাঈদ নামে শিক্ষার্থী মারা গেছেন। এরপর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে পার্কের মোড়ে অবস্থান নিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় তা জানা নেই।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, আমরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখে দিতে আমরা সজাগ রয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন, সংঘর্ষের পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকা ছেড়ে নিরাপদে অবস্থান নিয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, ‘কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

 
Electronic Paper