ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

হাসান আল সাকিব, রংপুর
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

রংপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীদের সমর্থকরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে নগরীর বেতপট্রি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় ছাত্রলীগ অফিসও ভাঙচুর ও অগ্নিসংযোগসহ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাব ভবনে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শী আতিক হাসান জানান, চলমান শাটডাউনে বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ বিকেলে জাহাজ কোম্পানি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ভয়ে জনশূন্য হয়ে পড়ে পুরো এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় জাহাজ কোম্পানি মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

আরেক প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, বিক্ষুব্ধ লোকজন প্রেসক্লাব ভবনে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এসময় গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয় তারা এবং বেধড়ক মারধর করে। রিপোর্টার্স ক্লাব সংলগ্ন জেলা ও মহানগর ছাত্রলীগের কার্যালয়েও ভাঙচুরসহ আগুন ধরিয়ে দিয়েছে তারা।

এবিষয়ে আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন নেভায়।

 
Electronic Paper