ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চগড়ে চাকরিচ্যুত করায় মালিকের স্ত্রীসহ দুই সন্তানকে হত্যা, আটক ১

পঞ্চগড় প্রতিনিধি
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

পঞ্চগড়ে চাকরিচ্যুত করায় মালিকের স্ত্রীসহ দুই সন্তানকে হত্যা, আটক ১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাতের আধারে মাসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামি নবিন ইসলাম জাহিদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ৷

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা৷

এর আগে গতকাল রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া (দলুয়া) এলাকার কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখকে (০৮) বটি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে সাতখামার এলাকার ফজলূর রহমানের ছেলে নবিন ইসলাম জাহিদ (২২) ও তার সহযোগী ইসলামপুর এলাকার শফিউর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান বাধন(২৭), নগরকুমারী এলাকার নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম, (৩০), কলেজপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে রিফাত (৩২)৷


এসময় পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগির খামারে চাকরি করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত ৷ পরে সেই খামারের মুরগির খাবার চুরি করার দায়ে তাদের চাকরি থেকে বাদ দিলে খামারের মালিক সেলিমের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়৷ এদিকে কিছুদিন আগে হঠাৎ সেলিমের সাথে নবীনের তর্ক লাগে এবং এই ক্ষোভে গতকাল বুধবার রাতে নবীনসহ তার সহযোগীরা সেলিমের বাড়িতে তাকে হত্যার উদেশ্যে যায়৷ পরে সেলিমকে না পেয়ে প্রথমে সেলিমের ছোট ছেলে, পরে তার স্ত্রী ও তার বড় ছেলেকে এলোপাতাড়িভাবে বটি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা৷

এদিকে হত্যাকান্ডের সাথে জড়িত নবীন ইসলাম জাহিদ তার হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গেলে সেই তথ্যাের ভিত্তিতে পুলিশ তাকে অভিযান চালিয়ে তার চাচার বাড়ি থেকে আটক করে৷ আটকের পর জিজ্ঞাসা বাদে হত্যাকান্ডের সাথে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ এবং সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন৷

এদিকে বৃহস্পতিবার সকালে খামারের মালিক সেলিম বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে নবীন ইসলাম জাহিদকে আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আরও বলেন, তিনজনের হত্যাকান্ডের ঘটনায় জড়িত একজনকে ঘটনার ১২ ঘন্টার মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িত আরো তিনজনকে আটকের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমরা তিনটি লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর সার্কেল আমিরুল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷

 
Electronic Paper