ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উলিপুরে পলাতক একাধিক চেয়ারম্যান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

উলিপুরে পলাতক একাধিক চেয়ারম্যান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মেয়র, কয়েকজন কাউন্সিলরসহ উপজেলা পরিষদের ১ জন ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের ২ জন চেয়ারম্যান ও কয়েক জন সদস্য এখনও অফিস করেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান অফিসে আসলেও শুধু সৌজন্য সাক্ষাৎ করেই চলে গেছেন বলে জানায় একাধিক সূত্র।

জানা গেছে, গত ৫আগস্ট ক্ষমতার পালাবদলের পর উলিপুর পৌরসভার মেয়র আলহাজ মামুন সরকার মিঠু অসুস্থ পিতার চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতির সুযোগে ও গণরোষের ভয়ে এখনও পৌরভবনে পা রাখেননি কয়েক জন কাউন্সিলর। সেইসঙ্গে অফিসে আসেননি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী সরকার। পলাতক রয়েছেন পশ্চিম বজরা দাখিল মাদরাসার সুপার রেফাকাত হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগপন্থী কয়েক জন্য সদস্য পরিষদে অনুপস্থিত রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান ফোন রিসিভ না করায় তার কোনো মন্তব্য জানা যায়নি।

 
Electronic Paper