ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবি

গাইবান্ধা প্রতিনিধি
🕐 ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

রংপুরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বন্ধ হয়ে যাওয়া রংপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক, অয়ন সুলতান, সাজ্জাদ হোসেন সাগর, আতিক শাহরিয়ার শান্ত, পলাশ ইসলাম জয়, সামিউল্লাহ শাহ ফকির, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, রংপুর চিনিকলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য তৈয়ব হোসেন, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু, কৃষকনেতা আতাউর রহমান নান্নু প্রমুখ।

বক্তারা আরো বলেন, গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ চিনিকলটিকে রাজনৈতিক কারণে ২০১৯ সালের ডিসেম্বর মাসে বন্ধ করা হয়। এই প্রতিষ্ঠানকে ঘিরে অন্তত দুই লক্ষাধিক মানুষ তাদের জীবিকা নির্বাহ করতেন। শুধু তাই নয়, চিনিকল বন্ধ হওয়াতে কর্মকর্তা ও কর্মচারী, শ্রমিকসহ প্রায় ১১ শ মানুষ তাদের কর্ম হারান। সেই সঙ্গে উপজেলার প্রায় ২০ হাজারের বেশি আখচাষি বিপাকে পড়ে। প্রায় পাঁচ বছর থেকে রংপুর চিনিকল বন্ধ রয়েছে। অথচ দুই তৃতীয়াংশ কম আখের যোগান নিয়েও পাশের জেলার চিনিকলটি চালু রাখা হয়েছে। এই বন্ধ হয়ে যাওয়া চিনিকলের আখ দিয়েই ওই কারখানাটি বর্তমানে চালু রয়েছে।

চিনিশিল্প ধ্বংসকারীদের বিচার দাবি করে বক্তারা বলেন, অবৈধ চিনিব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে বিগত স্বৈরাচারী সরকার চিনিশিল্পকে ধ্বংস করার খেলায় মেতেছিল। অবিলম্বে ওই অশুভ চক্রকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সকল বন্ধ চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবি জানান তারা।

কর্মসূচিতে চিনিকলের চাকুরি হারানো শ্রমিক-কর্মচারী, আখচাষী, শিক্ষকসহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে তারা পথসভা করে।

 
Electronic Paper