ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুড়িগ্রাম সফর করলেন কেন্দ্রীয় সমন্বয়করা

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৯:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

কুড়িগ্রাম সফর করলেন কেন্দ্রীয় সমন্বয়করা

কুড়িগ্রামে ছাত্র-নাগরিকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার মতামত নেন কেন্দ্রীয় সমন্বয়করা।

জেলায় জেলায় সফর উপলক্ষে সোমবার রাতে কুড়িগ্রামে আসেন আবু সাইদ লিয়ন, তারিকুল ইসলাম, রকিব মাসুদ, এস আই শাহিন, মুনতাহিনা মাহজামিন মোহনা, আব্দুল মুলঈম, মিশু আলী সুহাস, মো. জহির রায়হান, ফিজাদুর রহমান দিবস, সুমন বসনিয়া, সজিব ইসলাম, আব্দুর রফিকসহ ১২ জনের কেন্দ্রীয় সমন্বয়কের একটি দল।

এদিন সকালে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তারা। এরপর বিকেলে কলেজ মাঠে ছাত্র-জনতার মুখে সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও আশা আকাঙ্খার কথা শুনেন তারা।

কেন্দ্রীয় সমন্বয়ক মুনতাহিনা মাহজামিন মোহনা ও মিশু আলী সুহাস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টি প্রতিনিধি দল দেশের সকল জেলা ও বিভাগগুলোতে সফরে বের হয়েছেন।

 
Electronic Paper