ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উৎসব মুখরিত দুর্গোৎসব, পরিদর্শনে উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
🕐 ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

উৎসব মুখরিত দুর্গোৎসব, পরিদর্শনে উপজেলা প্রশাসন

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে পূজা মন্ডপগুলোতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে সনাতনী মানুষগুলো। পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা মনিটরিং কমিটি।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির, উপজেলা মনিটরিং কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা মনিটরিং কমিটির সদস্য আবু হাসান শেখ এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রমুখ।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এবার ১২০টি পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্ডপে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিমের টহল অব্যাহত রয়েছে

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper