ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইএইচএফ মেনস টুর্নামেন্টে দুই বিভাগে রানার্সআপ বাংলাদেশ

অনলাইন ডেস্ক
🕐 ৯:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪

আইএইচএফ মেনস টুর্নামেন্টে দুই বিভাগে রানার্সআপ বাংলাদেশ

ভারতের জয়পুরে আইএইচএফ মেনস ট্রফি টুর্নামেন্টে স্বাগতিক ভারত ইয়ুথ (অ-১৮) ও জুনিয়র (অ-২০) দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। আজ রোববার (১৪ জুলাই) টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ দুই বিভাগেই ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছে।

ইয়ুথ অ-১৮ বিভাগে ভারত ৫৬-৩৬ গোলের ব্যবধান জিতেছে। প্রথমার্ধে ভারত ৩১-১৪ গোলে এগিয়ে ছিল। জুনিয়র (অ-২০) বিভাগে পরাজয়ের ব্যবধান আরো বেড়েছে। স্বাগতিক ভারতের ৫৫ গোলের বিপরীতে বাংলাদেশ মাত্র ২৫ গোল করতে সক্ষম হয়। প্রথমার্ধে ভারত ৩১-১৬ গোলে এগিয়ে ছিল।

এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের হ্যান্ডবলের বাস্তব চিত্র ফুটে উঠেছে। ভারতের সঙ্গে এখনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না। দুই যুগের বেশি সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বছরব্যাপী ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করেই তৃপ্ত। অনেক ফেডারেশনের নিজস্ব অফিস ও ভেন্যু নেই। হ্যান্ডবলের রয়েছে নিজস্ব অফিস ও স্বতন্ত্র ভেন্যু। এরপরও হ্যান্ডবলে জাতীয় দল সুসংহত নয়। ফেডারেশন কর্তাদের এ নিয়ে অবশ্য তেমন ভাবনাও নেই।

 
Electronic Paper