ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবারও ফিফার জরিমানার কবলে বাফুফে

অনলাইন ডেস্ক
🕐 ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

আবারও ফিফার জরিমানার কবলে বাফুফে

আবারও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ৬ জুন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। ঘরের মাঠ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ওই ম্যাচে দর্শক ঢুকে যায় মাঠে। যে কারণে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ২৭ টাকা।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রোববার (১৮ আগস্ট) জরিমানার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। এ কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে।’

ঘরের মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ০-২ গোলে। দুই লেগের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোলে বড় ব্যবধানে।

এর আগে বাফুফেকে সবশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

 
Electronic Paper