ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
🕐 ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ দল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ।

বুধবার (২৮ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গড়ায় ফাইনাল ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থাকে। তবে ৮০ মিনিটে নেপাল এক গোল শোধ করে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে রেফারি ১০ মিনিট ইনজুরি সময় দেয়। এই সময়ে নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে। ফলে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সাউথ এশিয়ান গেমস ফুটবলে প্রথম স্বর্ণ, মেয়েদের সাফের একমাত্র শিরোপার পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

 
Electronic Paper