ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ; হেসেখেলে জিতল ভারত

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ০৬, ২০২৪

ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ; হেসেখেলে  জিতল ভারত

বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত ছিল ক্রিকেটপ্রেমী মানুষের কাছে। চার-ছক্কার এই যুগে ১২৮ রানের লক্ষ্য দিয়ে যে প্রতিপক্ষক ভারতকে আটকানো সম্ভব নয়, তার প্রমাণ আরেকবার পাওয়া গেল গোয়ালিয়রে।

ভারতের তারুণ্যনির্ভর দলের সামনে এই রান যে কতটা কম, সেটা বোঝা গেছে ম্যাচের দ্বিতীয় ভাগেই। প্রথম চার ওভারেই ৪৪ আর দশম ওভারেই এক শ রান ছুঁয়ে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ১১.৫ ওভারেই। অর্থাৎ ভারতের জয় ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই।

রান তাড়ায় স্যামসন ১৯ বলে ২৯, অভিষেক শার্মা ৭ বলে ১৬, অধিনায়ক সূর্যকুমার ১৪ বলে ২৯ করেন। সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ১৬ বলে ৩৯ রান করে ভারতের বড় জয় নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

যে তিনটি উইকেটের পতন ঘটেছে, তার একটি রানআউটে, অন্য দুটি মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের। তবে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে এই উইকেটগুলো কোনো বাঁধই দিতে পারেনি।

গোয়ালিয়রে জিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের সংখ্যা ১৪-তে নিয়ে গেল ভারত। সিরিজের পরের ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। বাংলাদেশ এখন পর্যন্ত একবারই ভারতকে হারাতে পেরেছে, সেটা ওই দিল্লিতেই, ২০১৯ সালে।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper