ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুক্তরাষ্ট্রে ব্যর্থ সাকিব, টানা দ্বিতীয় হার

ক্রীড়া ডেস্ক
🕐 ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

যুক্তরাষ্ট্রে ব্যর্থ সাকিব, টানা দ্বিতীয় হার

যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাটে-বলে কথা না বললেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন সাকিব। কিন্তু জ্বলে উঠতে পারলো না তার দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টি-টেন লিগে সাকিবের দলকে ৬ উইকেটে হারিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর।

প্রথম ম্যাচে নিউইয়র্ক লায়ন্সের কাছে হারের পর টেক্সাস গ্ল্যাডিয়েটরের কাছেও হেরেছে সাকিবের লস অ্যাঞ্জেলস। টেক্সাসের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে সাকিব নিজে কিছুটা আলো ছড়ালেও তার দল হেরে গেছে ৪ উইকেটে।

ম্যাচে আগে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেটে ১২৬ রানের পুঁজি পায় লস অ্যাঞ্জেলস। ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন সাকিব। টিম ডেভিডকে নিয়ে করেন ৭৭ রানের অবিচ্ছেদ্য জুটি। যেখানে সাকিব করেন ১১ বলে ২০ রান, ডেভিড ২০ বলে ৫১।

জবাব দিতে নেমে টেক্সাস মাত্র ৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। টেক্সাসের জেতার মূল অবদান ছিল জেমস ফুলারের। ১০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি, হাঁকান একটি চার ও পাঁচটি ছক্কা। ডেভিড মালান করেন ১৬ বলে ৩৮ রান। এ ছাড়া নিক কেলির ব্যাটে আসে ১০ বলে ২৬ রান।

লস অ্যাঞ্জেলসের হয়ে তিন ওভার বোলিং করে ৩৭ রান খরচায় দুই উইকেট নেন সাকিব। নিক কেলি ও ডেভিড মালানকে সাজঘরে ফেরান তিনি।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper