ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অতিবৃষ্টিতে মৎস্যচাষী ও কৃষকের ব্যাপক ক্ষতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
🕐 ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

অতিবৃষ্টিতে মৎস্যচাষী ও কৃষকের ব্যাপক ক্ষতি

হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীর তীরবর্তী এলাকা বাঁধ ভেঙে পানি ঢুকে রোপা আমন, সবজি আবাদসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভাটি এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান, গত দুই তিন দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। ভারি বৃষ্টিপাত হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, ভারি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে। ৮০টির মতো পুকুরের মাছ ভেসে গেছে বলে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন।

উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান, টানা বৃষ্টিতে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। সুরমা ও জগদীশপুর ও নোয়াপাড়া চা বাগানের ভেতর বালু উঠে চা গাছের ক্ষতির মধ্যে পড়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ চলছে।

 
Electronic Paper